শেরপুরে বিএসএফের গু’লিতে বাংলাদেশি নিহত !!
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তের কুমারগাতি এলাকায় বিএসএফের গু’লিতে উকিল মিয়া (৩৫) নামের বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত উকিল মিয়া পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। গরুর কারবারি করতে তিনি।
আজ সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে ভারতের সীমানায় ১০৯২ পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাবার বাগান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।