সংসদে আযহারীকে উদ্দেশ্য করে যা বললেন মমতাজ !!
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম মন্তব্য করেছেন,ফেসবুক, ইউটিউব খুললে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য গালাগালি ভরা, এগুলো সরকারের নজরে আসা দরকার।এসময় ঘরে ঘরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাঈদীর জন্মের আহ্বান জানানোর বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন মমতাজ।
তিনি আরও বলেন, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে ঘরে ঘরে আল্লামা সাঈদী চলে এসো, সাঈদীর জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। আরও অনেক ধরনের কথা আছে, যেগুলো আমি আর এখন বলবো না। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকারকে নজরদারি বাড়াতে হবে।
আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকবো, আর যারা দুর্বল তার পক্ষে থাকবো না। এ কথা অন্তত আওয়ামী সরকার বিশ্বাসী না। তাই আমাদের সেই বিষয়গুলো মাথায় রাখতে।এসময় মমতাজ বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে বক্তব্য শেষ করেন।
এর আগে সারাদেশে বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গুণগান ও ইসলামের অপব্যাখা প্রসঙ্গে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের নজরে এসেছে। আজহারি-মাজহারি জামাতের সৃষ্টি। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতের কথাই বলে। এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত সেই শিক্ষা-দীক্ষাই দিয়েছে জামাত।’
সূত্রঃ দ্যা বাংলাদেশ টুডে
Popular voices of the Manikganj-2 constituency, Mumtaz Begum, commented that Facebook and YouTube were full of false and untrue scandal in the name of Waz, they need to be brought to the notice of the government.
Mamtaz demanded that the administration be monitored after calling for the birth of convicted war criminals in the house.
Mumtaz Begum said this on Wednesday (January 29) by participating in a general discussion on the President’s address on Thanksgiving. Deputy Speaker Fazle Rabbi Mia presided over the meeting.
Mumtaz Begum said the artists who were with the secular, secular government were in the past, presently, will be in the future. Because as we have seen, we have not forgotten the deeds of the past. After the BNP Jamaat came to power in 2001, the music-playing of all the artists had almost stopped. They launched a series of bombings in 64 districts in every room, market, cinema hall, Udichi, Ramna. Where did the bombs go?
Every artist has been hit. Because artists are secular. They talk about secularism, talk of people, talk of people standing beside people. And a party to stop them, a group … I won’t say the name. But they got up.
‘Digital Bangladesh is, we are getting all kinds of opportunities. But I think, in some places, I am worthless. Because youtube, facebook is open … In obscene language, in untrue language, the way in which the Qur’an is presented in front of the Sharif, in front of Allah-Rasul, is the way in which speech is heard today.
When it is opened, it is seen that one is abusing another. Without good words, bad words can be heard there. We have to take care of them today. Our administration needs to see this. Thank you to our minister. He gave a speech in a place. I will not repeat it. There are those who make such statements in one place for the benefit. ‘
He also said that the Allama cannot be said to any human being in one place; At another place, Allama Sayedee comes home, let Sayedee be born. They have no problem saying allama there. There are many other things that I will not say anymore. But our administration, our government, has to increase surveillance.
We have to call blacks black, whites say white. A group too big will be on its side, and those who are weak will not be on its side. At least the Awami government is not convinced. So we have to keep those things in mind.
During this time, Mumtaz Begum’s father Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina finished singing speeches.
Earlier, on Tuesday (January 28th), Minister of State for Religious Affairs Alhaj Advocate Sheikh Md. Addressed the praises of war criminals Delwar Hossain Sayedee and misinterpretation of Islam at various religious festivals across the country. Abdullah says, “The matter has certainly come to our notice. The creation of the Azhari-Mazhari church. They speak very precisely of the church. From their infancy they have been teaching the church till now. ‘