সন্তান জন্ম দেওযার চারদিন পরে জানা গেল মা করোনা’ক্রান্ত !!
সিলেটে সন্তান জন্ম দেওযার চারদিন পরে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন মা। সোমবার (১৩ এপ্রিল) সকালে ওই মায়ের করোনাভা’ইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে করোনাভা’ইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনী বিভাগে চিকিৎসাধীন আছেন ওই নারী। তিনি চারদিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়ে একটি সন্তান প্রসব করেন। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালের গাইনী ওয়ার্ড বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা চলছে।’
ওই মহিলার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায় জানিয়ে তিনি বলেন, ‘ওই নারী যাদের সংস্পর্শে ছিলেন-তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে শিশুটি সুস্থ আছে।’ সুনামগঞ্জের স্থানীয় এক সাংবাদিক জানান, ২৫ বছর বয়সী আ’ক্রান্ত ওই মহিলার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। কয়েকদিন আগে এই নারীর স্বামী নারায়ণগঞ্জ থেকে বাড়িতে যান বলে জানা গেছে। প্রসঙ্গত, এ পর্যন্ত সিলেট বিভাগে একজন চিকিৎসকসহ চারজনের করোনাভা’ইরাস শনাক্ত হয়। এ নিয়ে বিভাগটিতে ৫ জনের করোনাভা’ইরাস শনাক্ত হলো।