সফরের আগে বড় ধরণের ইনজুরিতে পড়লেন বাংলাদেশি তারকা ক্রিকেটার !!
এবার পাকিস্তান সফরের আগেই বড় ধরণের ইনজুরিতে পড়লেন বাংলাদেশি তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এই নিয়ে দুইবার ইনজুরিতে পড়লেন তামিম।
তবে বিসিবির চিকিৎসক ও ফিজিও আশা করছেন পাকিস্তান সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল। আজ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি তামিমের ইনজুরির ব্যাপারে জানিয়েছেন,
তিনি আরো বলেন ,’‘তামিমের একটা সফট টিস্যু ইনজুরি আছে জয়েনের ডানদিকে। ট্রিটমেন্ট চলছে, আজকে থেকে আমাদের ফিজিও জুলিয়ানের তত্বাবধানে আছে। বিপিএল চলাকালীন সময়ে হয়েছে এটা। যখন সে অসুস্থ ছিল। খেলা চালানোর জন্য ঠিকঠাক ছিল, এখন একটু বেড়ে গেছে।’