সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে বন্ধ থাকবে গার্মেন্টস !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের কারণে দেশের অবস্থা কঠিন হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়িয়ে তা ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এবার সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিজিএমইএ এবং বিকেএমইএ’র গার্মেন্টস।
আজ শুক্রবার বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এই সিদ্ধান্ত জানিয়েছেন। তারা বলেন, ঘোষিত এই বন্ধের সময়ের মধ্যে যদি বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে তাহলে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ বা বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে জানাতে হবে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দিন দিন সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা ৪২৪ জন এবং মারা গেছেন ২৭ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৩ জন।