ফজরের নামাজে যাওয়ার পথে হাত পা বাধা সাংবাদিককে উদ্ধার করল মুসল্লিরা !!
ঝিনাইদহের শৈলকুপায় হাত, পা ও মুখ বাধা অবস্থায় এক সাংবাদিককে উদ্ধার করেছে মুসল্লিরা। রাস্তার পাশ থেকে মনিরুজ্জামান মনির নামের ঐ স্থানীয় সাংবাদিককে উদ্ধার করেছেন মুসল্লিরা।বুধবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ধাওড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে তিনি ইনফো বাংলাসহ বিভিন্ন অনলাইনে শৈলকুপা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিক মুনির ৫ নম্বর কাচেঁরকোল গ্রামের ইউপি সদস্য সুকজান বেগমের নাতি।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোরে বাজার এলাকায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একজনকে হাত পা বাধা অবস্থায় দেখতে পান মুসল্লিরা। জুতা ও জ্যাকেটের ফিতা দিয়ে তার হাত পা বাধা ও মুখে মাস্কের ওপর টেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।এ ঘটনায় শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।