সাংবাদিকরা জেঁকে ধরলেন, প্রশ্ন এড়িয়ে পপকর্নে ব্যস্ত রানু (ভিডিও)
সম্প্রতি এক ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য শিরোনামে এসেছিলেন রানু মণ্ডল। তার সমালোচনা শুরু হয়েছিল সর্বত্র। নেটিজেনরাও তুলোধুনা করতে ছাড়েননি। কিন্তু তাতেও পাল্টাননি রানাঘাটের রানু। এবার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন তিনি!
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কোনো এক অনুষ্ঠানে গিয়েছিলেন রানু মণ্ডল। তিনি এখন সেলিব্রিটি। ফলে স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা। আর তখনই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন রানু।
এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি যে এই পর্যায়ে পৌঁছে গেলেন, এবার আপনার মনে হচ্ছে স্বপ্ন সফল হয়? প্রথমে এর উত্তর না দিয়ে রানু পপকর্ন খেতে শুরু করেন। তারপর ইতস্তত তাকান। সবশেষে বলেন, শুনতে পেলাম না।
রানুর এহেন আচরণের পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেন। একজন লেখেন, নিজের অতীত কি ভুলে গিয়েছেন রানু? কেউ আবার লেখেন, খ্যাতি পেয়ে মাথা ঘুরে গিয়েছে রানাঘাটের রানু মণ্ডলের। তাই এমন কাণ্ড ঘটাচ্ছেন।
https://www.instagram.com/p/B4mQhWYlVRc/