সাকিবের নাম মুছে ফেলল আইসিসি !!
নতুন করে আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিং প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের নাম নেই। লিষ্ট থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।
কিছুদিন আগেই সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে আইসিসি। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা কাউকে না বলায় তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নিষিদ্ধ থাকার কারণে সাকিবের নামটা র্যাংকিং থেকে সরিয়ে নেয়া হয়েছে। এতদিন অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষে ঘোরাফেরা করা সাকিবের নাম নেই তালিকায়।
শুধু তাই নয়, বোলিং কিংবা ব্যাটিং কোনটাতেই নেই সাকিব আল হাসানের নাম। তবে অল রাউন্ড র্যাংকিংয়ে চতুর্থ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।