সাবধান!! নোয়াখালীতে নারী প্রতারকের ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে !!
নেট দুনিয়ায় বন্ধুত্ব স্থাপনসহ নানা কর্মকাণ্ডে নোয়াখালীতে নারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভুক্তভোগীরা বলছেন, টাকা আদায়ের কৌশল হিসাবে মানবিক আবেদনের মত স্পর্শকাতর বিষয়গুলোও বাদ যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জালে সম্প্রতি ধরা পড়ে নারী প্রতারক চক্রের সদস্যরা। জিজ্ঞাসাবাদে প্রবাসীকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে চক্রের এক তরুণী।
পুলিশ বলছে, নোয়াখালীতে সক্রিয় এমন একাধিক প্রতারক চক্র। এসব চক্রের সদস্যরা ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে শুরুতে বন্ধুত্বের সম্পর্কে গড়ে তোলে। পরে ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখানোসহ নানা কৌশলে টাকা আদায় করে। প্রতারক চক্রের মূল টার্গেট প্রবাসীরা। এছাড়া ব্যবসায়ী-শিক্ষার্থীসহ সম্পদশালী নানা পেশার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। পুলিশ বলছে, চক্রের মূল হোতাদের ধরতে চলছে অভিযান। নেট দুনিয়ায় বন্ধুত্ব স্থাপনসহ মানবিক আবেদনে সাড়া দেয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে পুলিশ।