সাবধান!! বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার, ঝরে গেল ১১টি প্রাণ !!
গ্যাসের সিলিণ্ডার খুবই স্পর্শকাতর জিনিস। সামান্য অসাবধানতার সাথে ব্যবহার করলে যখন তখন বিস্ফোরিত হতে পারে তা। একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে মারা গিয়েছেন ১১ জন, গুরুতর আহত হয়েছেন আরো ৩০ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইরানের বন্দর নগরী হোগেইডার দক্ষিণে একটি গ্রামে। জানা গেছে, আহতদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা এখন আশংকামুক্ত। তবে বিস্ফোরণের কারণ জানা যায় নি এখনো। যখন সিলিন্ডারটি বিস্ফোরিত হয় তখন সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলমান ছিল।