সামনের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও দল জিতবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের হলরুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোরদের কাউন্সিলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়লাভ করবে। শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সততা ও সাহস দেশের উন্নয়ন অগ্রগতিতে শেখ হাসিনার জাদু। ভালো মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো মানুষ রাজনীতিতে না এলে দেশের রাজনীতির ক্ষতি হবে। এজন্য মেধাবী, সৎ ও গুণী নাগরিকদের রাজনীতিতে আসতে হবে।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেমস নদীর তীর থেকে একটি বার্তায় দেশে আন্দোলনের ডাক দিচ্ছিলেন। বিএনপি ভেঙে পড়বে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।