সারাদেশে নির্মাণ কাজ চলছে ৫৬০টি মডেল মসজিদের – ধর্ম প্রতিমন্ত্রী !!
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। মডেল মসজিদ নির্মাণে কাজও শুরু করেছে সরকার। বেশির ভাগ উপজেলাগুলোতেই মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়তুল্লাহর আস্তানায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। পদ্মা সেতুর মতো এত বড় একটা প্রকল্প সাহসের সঙ্গে তৈরি করার উদ্যোগ নিয়েছেন। শুধু মাত্র বঙ্গবন্ধুর কন্যা বলেই এত বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছেন।
এ সময় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিটিশ শাসনাধীন ভারতে সংঘটিত ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতি বিজড়িত শিবচরের বাহাদুরপুর ময়দানে তিনদিন ব্যাপী মাহফিল উপলক্ষে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুরের ইমামতিতে শুক্রবার দেশের অন্যতম বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষাধিক মুসল্লির সঙ্গে জুমার নামাজে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার রাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।