সাড়ে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার সামরিক সরকার !!
আজ শুক্রবার মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল দেশটির ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে। জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যেকোনো অপরাধে সাজাপ্রাপ্ত এই বন্দিদের ক্ষমার অনুমোদন দেয়া হয়।
তাছাড়া রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই। এছাড়া পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা এই নির্দেশের বাইরে রয়েছেন।
পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর এবং ৪০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৪০ বছর এবং ৪০ বছর এর চেয়ে কম সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক-চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সু চিকে গ্রেফতারের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে।