চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় নামছেন তারকারা !!
সবার মনে প্রশ্ন উঠতেই পারে যে চলচ্চিত্র বা টিভি তারকারা কি তাহলে রাজনীতির জগতে আসতে পারবেন না? উত্তর যাই হোক নির্বাচনে প্রচারণায় অনেক তারকাকেই দেখা যায়।
নতুন খবর হচ্ছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় নামছেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র শিল্পীরা।আগামীকাল রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নেবেন তারা।
প্রচারণায় থাকছেন- চলচ্চিত্র তারকা রিয়াজ, ফেরদৌস, দিলারা জামান, শমী কায়সার, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, অপু বিশ্বাস, মীর সাব্বির, বাঁধন, বিজরী, সায়মন সিকদার, মাহিয়া মাহি এবং রোকেয়া প্রাচী প্রমুখ।