সিনেমা ছেড়ে এখন নামাজ-রোজা নিয়ে বাঁচতে চাই: নায়িকা পপি !!
একসময়ের চিত্রনায়িকা পুষ্পিতে পপি বলেন, আমি আর চলচ্চিত্রে আজ করতে চাই না। আমি এখন নামাজ রোজা নিয়ে বাঁচতে চাই। ধর্মের পথে হাঁটতে চাই। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে দর্শক আমাকে দেখতে পাবে না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে পপির অভিনীত শেষ চলচ্চিত্র ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। আর এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন সাবেক এই অভিনেত্রী।
অভিনয় জগৎ থেকে বিদায় নেয়ার পর বর্তমানে পপি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন। তিনি বলেন, জীবিকা নির্বাহের জন্য আমি এখন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছি। সবাই দোয়া করবেন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে হাঁটতে পারি। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।