সিনেমা পরে, আগে মানুষের নিরাপত্তা: সালমান খান !!
মুক্তি পেয়েছে দাবাং সিরিজের নতুন ছবি দাবাং থ্রি ছবিটি। এরইমধ্যে ছবিটি ১০০ কোটির বেশি আয় করে ফেলেছে। তবে প্রত্যাশা অনুযায়ী আয়ের মুখ দেখেনি ছবিটি। বিষয়টি স্বীকার করে নিয়েছেন ছবির নায়ক সালমান খান।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি করায় রাজ্যটি থেকে আয় হয়নি। সালমান বলেছেন, উত্তর প্রদেশ থেকে অর্থ উঠে আসেনি। দর্শকরা হলে যাবে, ছবিটি দেখবে। তবে আগে মানুষের নিরাপত্তা, তারপর দাবাং থ্রি।
সালমান আরও বলেন, এই দুর্যোগের সময়ে দাবাং থ্রি উল্লেখযোগ্যভাবে ভালো করেছে। সব কৃতিত্ব ভক্তদের। তারা থিয়েটারে যাওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।