সিনেমা স্টাইলে আশুলিয়ায় ১৯ স্বর্ণের দোকান থেকে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট!
ডাকাতরা সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯ টি স্বর্ণের দোকান লুট করেছে। এ সময় দোকানের কর্মচারীদের জিম্মি করা হয়।
রোববার (৫ সেপ্টেম্বর) আশুলিয়ার বংশী নদীর তীরে নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকৃত দোকানের মালিক হৃদয় রায় এবং আবদুল্লাহ বলেন, প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত তিন ইঞ্জিনের নৌকায় রাত ১ টা থেকে ২ টার মধ্যে বাজারে প্রবেশ করে। সে সময় তাদের হাতে ছিল বন্দুক, পিস্তল এবং দেশীয় অস্ত্র। তারা বাজারের নিরাপত্তারক্ষী এবং বিভিন্ন দোকানের কর্মচারীদের মারধর শুরু করে। তারা একে একে ১৯ টি দোকান লুট করে এবং প্রায় ১৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরে এটি ইঞ্জিন নৌকায় করে নদীতে ফিরে যায়।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নয়য়ারহাটে ১৯ টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।