সুখবর! এবার বেতন বাড়ছে প্রাইমারি শিক্ষকদের !!
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ছে। বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়ে ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ প্রস্তাব পেলে বিষয়টি চূড়ান্ত হবে।
এর মধ্যে শিক্ষক প্রশিক্ষণ পাওয়া ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন গ্রেড হবে ১১তম। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হবে ১৩তম।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন সংবাদমাধ্যমকে বলেন, এখন বাকি আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করা হবে।