সুশান্তর মৃত্যুর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন কঙ্গনা !!
সুশান্ত সিং রাজপুত আ’ত্মহ’ত্যা করেননি, ওকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। অভিনেতার মৃত্যুর ঘটনায় এবার গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত। সুশান্তের মৃত্যুতে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ‘বলিউডের কুইন’।কঙ্গনা বলেন, ‘সুশান্তের মৃত্যু আমার মনকে নাড়িয়ে দিয়েছে।
এখানে কিছু ব্যক্তি যুক্তি দেখানোর চেষ্টা করছেন, সুশান্ত মানসিকভাবে দুর্বল ছিল, ও অবসাদে ভুগছিল। যে ছেলে স্ট্যানফোর্ডের স্কলারশিপ পায়, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক করে, সেই ছেলে কি সত্যিই এত দুর্বল হতে পারে?’
কঙ্গনা আরও বলেন, ‘সুশান্তের সোশ্যাল মিডিয়া পোস্ট যদি দেখেন, তাহলে বুঝবেন উনি সকলকে বারবার অনুরোধ করছিলেন, আমার ছবি দেখুন, ইন্ডাস্ট্রিতে আমার গডফাদার কেউ নেই। ছবি না চললে আমায় ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। নিজের সাক্ষাৎকারেও বারবার এ কথা বলেছেন সুশান্ত। তাহলে কী বলবেন, এই ঘটনার পেছনে কিছু সত্যিই কিছু নেই? যে কাই পো চে-র মতো ছবি করে, ছিছোড়ের মতো ছবি করে, তাকে কেন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না?’