সূর্যগ্রহণে সারবে রোগ! বাচ্চাদের গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখল পরিবার, এরপর…
এই দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে ছিল মানুষ। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে প্রত্যক্ষ করা গিয়েছে তা। কিন্তু গ্রহণের বিভিন্ন ছবির মধ্যেই সামনে এল গ্রহণ নিয়ে অন্ধবিশ্বাসের ঘটনা। গ্রহণের সময় বিশেষ ভাবে সক্ষম তিন বাচ্চাকে পরিবারের লোক পুঁতে রাখল মাটির ভিতর। ওই বাচ্চাদের বাড়ির লোকের বিশ্বাস এতে নাকি সেরে যাবে সমস্যা। ঘটনাটি ঘটেছে ভারতে।
ভারতের কর্নাটকের কালাবুরাগি জেলার একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের দেহ। তাদের মাথাটুকু শুধু বেরিয়ে আছে। তাদের আশপাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের পরিবারের লোকজন। মাটির ভিতর বন্দি হয়ে কাঁদছে ওই তিন বাচ্চা।
জানা যায়, ওই তিনজন বাচ্চা বিশেষভাবে সক্ষম। তাদের পরিবারের বিশ্বাস ছিল, গ্রহণের সময় এ ভাবে রাখলে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবে তারা। সে জন্যই এই কাজ করেছে বলে জানিয়েছে ওই বাচ্চাদের পরিবার। একবিংশ শতকে অন্ধবিশ্বাসের রমরমা দেখে মাথায় হাত নেটিজেনদের। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা।