সেই অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন তামিম !!
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া লিগে নিয়মিত নন। দেশসেরা তারকারা জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেট খেলেন না এমন অভিযোগ অনেক আগে থেকেই। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবসময় অভিযোগ থাকে- জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে খেলতে চায় না। কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে- তাদের বিশ্রামও গুরুত্বপূর্ণ। বারোটা মাসই তারা খেলতে থাকে। শুধু খেলার জন্য খেলে কোনো সুফল আসবে না।’
তিনি আরো বলেন, ‘গত দেড় মাসে আমরা ১৫টা টি-টোয়েন্টি খেলে এখন চারদিনের ম্যাচ খেলছি, আবার ২-৩ দিনের মধ্যে টেস্ট খেলব। আমাদের শরীরের তো একটা সহ্যক্ষমতা আছে। এটাও মাথায় রাখতে হবে। বুঝতে হবে তো একজন খেলোয়াড় কতটা ম্যাচ খেলছে।’