সেই দুইজনের ফর্ম দেখে খুশি মাশরাফি !!
এবারের বিপিএলকে সামনে রেখে সব দেশীয় ক্রিকেটার যে ব্যস্ত নিজের ফর্ম নিয়ে। তবে দেশীয় ক্রিকেটারদের দিকেই চোখ আছে মাশরাফিরও। যদিও তিনি আছেন ঢাকা প্লাটুনে। তারপরেও অন্যসব দলে দিলেও চোখ আছে তার।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে কি বিপিএল দেশীয় ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ বলে আমি মনে করি। কেননা এই একোটা স্টেজে সবাই ভালো করতে চায়।
আমি নিজেও চাই। আমার দেখে ভালো লেগেছে যে এই আসরে ঢাকার ক্রিকেটাররা ভালো করতে পেরেছে। এছাড়াও অন্য দল্গুলোর মাঝে ইমরুল ভালো খেলেছেন লিটনও ফর্মে আছেন।’উল্লেখ্য যে ঢাকা পর্ব শেষেই এবার মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।