সেদিন চীন-ভারত সংঘ’র্ষ শুরু হয় যেভাবে !!
লাদাখে ভারত-চীন সীমান্তে দুই পক্ষের সংঘ’র্ষে এখন পর্যন্ত ২৩ জন ভারতীয় সেনা নিহত ও শতাধিকের গুরুতর আহত হওয়ার সংবাদ মিলেছে এবং ৪৩ জন চীনের সেনা নিহত হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, ৬ জুনের সামরিক বৈঠকের পর চীনা সেনাবাহিনীর অধিকৃত ভারতীয় জমি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার কথা ছিল।
সেই কাজ খতিয়ে দেখতে শহিদ কর্নেল বিএল সন্তোষের নেতৃত্বে এলাকা পরিদর্শনে বের হয় ভারতীয় বাহিনী। তার সঙ্গে ছিল প্রায় ১০০ সেনা। এর পরই তারা গালোয়ান উপত্যকা এলাকা গিয়ে দেখে সেখানে তাঁবুতে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা সেনারা। তাদের বের করে সেই তাঁবু ভাঙতে শুরু করে ভারতীয় বাহিনী। আগুন ধরিয়ে দেয়া হয় কিছু তাঁবুতে। এতেই বিপদ বুঝে কাঠের তক্তা, লোহার রড, কাটা তার জড়ানো বাটাম-সহ আরও বাহিনী জড়ো হয় গালোয়ান এলাকায়। শুরু হয় দুই পক্ষের হাতাহাতি ও সংঘ’র্ষ।
এর পরই ওই এলাকায় দু’পক্ষের তরফেই বাড়ানো হয় সেনা মোতায়েন। সামরিক অস্ত্রের বদলে বাটাম, রড, কাঁটাতার জড়ানো তক্তা নিয়ে হামলা চালায় একে অপরের প্রতি। ছ’ঘণ্টা ধরে চলে সেই সংঘ’র্ষ। সেই হামলায় অনেক সেনা নদীতে পড়ে ভেসে যান। অনেকে আহত হলেও, হিমাঙ্কের নীচে ঠান্ডায় মৃত্যু হয়। ওই সংঘর্ষে ৪৫ চীনা সেনা নিহত হয় বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।