সোদিতে কর্মহীন বাংলাদেশিদের সহায়তা দিল কনস্যুলেট !!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘা’তী ক’রো’না’ভা’ইরাসের কারণে সৌদি আর’বের জেদ্দায় যেসব প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছেন এবার তাদের সহায়তা দিচ্ছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।আজ সোমবার জেদ্দায় কর্মহীন বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
এরইমধ্যে ক’রো’নার প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এর ফলে জেদ্দা ও পশ্চিমাঞ্চলের অসংখ্য বাংলাদেশি খাদ্য সং’কটে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সৌদি আরবে খাদ্য সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।
ক’রো’নায় পুরো সৌদি আরব জুড়ে চলছে লকডাউন ও কারফিউ। এ অবস্থায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এ পরিস্থিতিতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সল আহমেদ বাংলাদেশিদের ঘরে ঘরে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
বিপদগ্রস্ত যেসব প্রবাসী বাংলাদেশি এখনো আবেদন করেননি তাদেরকে অবিলম্বে কনস্যুলেটে আবেদন করার জন্য কনসাল জেনারেল ফয়সল আহমেদ অনুরোধ জানিয়েছেন।
সুত্রঃ এনটিভি অনলাইন