সৌদিতে এক প্রবাসী বাংলাদেশির করুণ মৃ’ত্যু !!
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ মে) ইফতারের সময় আবহা আছির প্রদেশ ছানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃ’ত মোহাম্মদ মনসুর (২৬) চট্টগ্রামের উত্তর রাঙ্গুনীয়া ইউনিয়নের মোগলের হাটের রেজাউল করিমের ছেলে। তিন বছর আগে সৌদিতে আসেন। স্থানীয় একটি ওয়ার্কশপের দোকানে কর্মরত ছিলেন ওই যুবক।
সৌদি আরব থেকে তার বন্ধু মো. নোমান জানায়, ‘লকডাউনের কারণে বিকাল ৫টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরেছিল মনসুর।গিয়ে দেখেন তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি (এয়ারকন্ডিশনার) যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে আছে। তিনি সেটি মেরামতের চেষ্টা করছিলেন।দুর্ভাগ্যবশত এটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। পরে সৌদি পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’
সূত্র : একুশে টিভি অনলাইন