সৌদিতে কঠিন সিদ্ধান্তে সরকার, ভ্যাট তিনগুণ বাড়িয়ে ভাতা প্রত্যাহার !!
করোনা ভা’ইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে ব্যয়ের বোঝা মেটাতে নাগরিকদের উপর তিন গুণ ভ্যাটের বোঝা চাপিয়ে দিলো সৌদি আরব। শুধু তাই নয় বিশেষ ধরনের নাগরিকদের চলমান ভাতাও স্থগিত করেছে দেশটি।করোনা মহামারির কারণে তেলের ব্যাপক দরপতন হওয়ায় তাদের আয় কমে গেছে।
বিশ্বের অপরিশোধিত তেলের বাজারের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দুই বছর আগে ভ্যাট চালু করেছিলো সৌদি সরকার।সোমবার সৌদি আরবের অর্থমন্ত্রী এ তথ্য জানায়।সৌদি আরবে বাড়ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। আগামী ১ জুলাই থেকে তিনগুণ বাড়ছে ভ্যাট। ভ্যাটের পরিমাণ বেড়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে সৌদি আরবে ভ্যাট প্রথা চালু হয়েছিল।
এ ছাড়া আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি অর্থমন্ত্রী বলছেন,তেলের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনাভা’ইরাস মোকাবেলায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গেল সপ্তাহে হুঁশিয়ারি জানান তিনি।
করোনাকে ঘিরে বন্ধ রয়েছে দেশটির রেস্তোরা, সিনেমাহল,সেই সাথে বন্ধ রয়েছে বিমান চলাচল। এমনকি করেনা যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য এবারের মত ওমরাহ হজ স্থগিত করা হয়েছে।সৌদি আরবে এ পর্যন্ত ৩৯ হাজার ৪৮ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৪৬ জন।