সৌদিতে সড়ক দুর্ঘটনা – মায়ের কাছে আর ফিরবে না আল আমিন !!
সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ওই ৩ বাংলাদেশির মধ্য একজন হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টার দিকে জেদ্দার বরিমান মারমা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা সবাই জেদ্দায় ইয়ামামা কোম্পানিতে ৪ বছর ধরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মকর্ত ছিলেন। ডিউটি অবস্থায় তারা এই দুর্ঘটনার শিকার হয়। এদিক, আল-আমিনের নিহতের খবর শুনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর সকাল থেকেই তার গ্রামের বাড়িতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভীড় করেছে। নেমে এসেছে শোকের ছায়া। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল বলে জানায় পরিবারের স্বজনরা।
এ সড়ক দুর্ঘটনায় উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, ফরহাদ আলীর পরিবারের আল আমিন তাদের পরিবারের উপার্জক্ষম একমাত্র সম্বল, নিহত আল আমিন ছিল পরিবারের সবার বড় তার ১টি ছোট বোন রয়েছে। তিনি আরো বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি লাশটি আমাদের কাছে তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। যেন পরিবারের সবাই দেখতে পারে।
নিহত আল-আমিনেরর স্ত্রী বিলকিস বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলেও তাদের কোন সন্তান নেই। আল আমিন তাদের পরিবারের একমাত্র সম্বল, নিহত আল আমিন ছিল পরিবারের সবার বড় তার একটি ছোট বোন রয়েছে। স্বামীকে হারিয়ে বিলকিস বেগমের পরিবারের চলছে শোকের মাতম। বিলকিস বেগম আরোও বলেন, আমার স্বামীকে আর পাব না কিন্তু আমার মৃত্য স্বামীর লাশটি যেন দেখতে পারি, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমার স্বামীর লাশটি আমাদের কাছে পাঠান। শেষবারের মতো যেন তাকে দেখতে পারি।
এদিকে, জানা যায়, জেদ্দাসহ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর আমিনুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।