স্কুল খোলায় ঘোরাঘুরি, প্রাণ গেল ৩ ছাত্রীর
গাজীপুরের পাইনেশাইল এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রিচি এবং তার ছোট বোন রিয়া তুরাগ নদীর শাখা সালতদহ খালে স্নান করতে গিয়েছিলেন। একই সঙ্গে তাদের খেলার সাথী মায়া ও আইরিনও খালে। তাদের কেউই সাঁতার জানত না। এখনও বন্যার পানি ছিল এবং খালে প্রবল স্রোত ছিল। হঠাৎ চারটি শিশু ভেসে গেল। রিচিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে মায়া আক্তার ও আইরিন আক্তারের লাশ উদ্ধার করে। তবে ডুবুরিরা এখনও লাশ উদ্ধার করতে পারেনি।
আইরিন ছিল গাছপুকুর পার দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল ছিলেন মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় সোলায়মানের মেয়ে এবং একই মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।