স্ত্রীর আ’ত্মহ’ত্যায় নিজ বাবা মাকে দায়ী করলেন স্বামী, এরপর…
রাজধানী ধানমন্ডিতে স্ত্রীর আ’ত্মহ’ত্যার জন্য নিজের বাবা-মাকে দায়ী করেছেন এক ব্যক্তি। রবিবার (১ ডিসেম্বর) ধানমণ্ডির একটি আবাসিক বাসায় এ ঘটনা ঘটে। মিতানুর আক্তার নামে ওই আ’ত্মহ’ত্যা’কারীর এ মর্মান্তিক ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন মিতানুরের বাবা।
পরিবার জানায়, গত রবিবার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে গৃহবধূ মিতানুর বাথরুমে যায়। এ সময় মিতানুরের বাবা মাও সেখানে উপস্থিত ছিলেন। অনেকক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।
মিতানুর ও তামিমের সংসারে একটি সন্তান রয়েছে। গণমাধ্যমকে মিতানুরের স্বামী তামিম জানান, আমার মা সব সময় আমার স্ত্রীকে অত্যাচার করতেন। নানাভাবে অত্যাচার করতেন। আমার স্ত্রীর মৃত্যুতে আমার বাবা মা-ই দায়ী। আমার স্ত্রীর পরিবার নিম্নবিত্ত বলেই এমন করতেন তারা। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি।