দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেন মিরাজ !!
এবার ৮ম বাংলাদেশী ও দ্রুততম হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দারুন ব্যাটিং করা এনক্রুমা বোনারকে ৯০ রানে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন মিরাজ।
এদিকে ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন আজ সকালে খেলতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে খেলতে নামা বোনার হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে।কিন্তু নব্বাইয়ের ঘরে যাওয়ার পর মিরাজের মিডল অ্যান্ড লেগ স্টাম্পে ফেলা বল লেগ স্লিপে তুলে দেন এই ব্যাটসম্যান। ডাগ আউটে ক্যাচ তুলে নেন মিথুন।
এরই সাথে মাইলফলক স্পর্শ করেন মিরাজ। ক্যারিয়ারের ৮১ তম আন্তর্জাতিক ম্যাচ আর ৯৬ তম ইনিংসে এই রেকর্ড গড়েছেন মিরাজ। যেখানে টেস্টে ৩৯ ইনিংসে ৯৯, ওয়ানডেতে ৪৩ ইনিংসে ৪৭ ও টি-টোয়েন্টিতে ১১ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন মিরাজ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৩ রান।