স্বামীর বিরুদ্ধে শাবনূরের যত সব অ’ভিযোগ !!
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের দীর্ঘ ৮ বছরের সংসার জীবন শেষপর্যন্ত ভেঙেই গেল। গত ২৬ জানুয়ারি স্বামী অনীককে তালাক দিয়েছেন শাবনূর। তালাক নোটিসে অনীকের সঙ্গে ‘বনিবনা হয় না’ বলে উল্লেখ করেন। নোটিসের অনুলিপি অনীকের এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবরও পাঠানো হয়েছে।
স্বামীর বিরুদ্ধে যত অ’ভিযোগ শাবনূরেরঃ
অভিনেত্রী শাবনূর জানান, তার স্বামী অনিক মাদকাসক্ত। রাত বিরাতে মাতাল হয়ে বাসায় ফেরেন। প্রতিবাদ করলে শাবনূরকে নানারকম মানসিক ও শা’রীরিক নি’র্যাতন করেন।তালাক নোটিসে শাবনূর জানিয়েছেন, সব সময় মদ্যপ থাকার কারণে স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন না অনিক। অস্ট্রেলিয়ায় এমন একাকি জীবনে ঠিকমতো শাবনূরের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ করে না।
শাবনূরের অভিযোগ, ছেলের জন্মের পর থেকে অনিক দিন দিন আরো দূরে সরে থাকা শূরু করে। পরে তিনি জানতে পারেন অস্ট্রেলিয়ায় অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছেন অনিক।
সবশেষে তালাকনামায় শাবনূর লিখেছেন, ‘এসব কারণগুলোর জন্য মনে হয়ে তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব নয় এবং আমি কখনো সুখী হতে পারব না। তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তার সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে চাই। মুসলিম আইন এবং শরিয়ত মোতাবেক আমি তাকে তালাক দিতে চাই। আজ থেকে সে আমার বৈধ স্বামী নয়, আমিও তার বৈধ স্ত্রী নই।’