স্বামীর মৃত্যুর ৮ বছর পর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন স্ত্রী!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্বামীর মৃত্যুর ৮ বছর পর জোসনা দাস (৪৮) নামে এক নারী সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।
তিনি বুধবার বিকেলে রাজবাড়ির নোটারি পাবলিক অফিসে হলফনামার মাধ্যমে সনাতন হিন্দুধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হন। তার বর্তমান নাম মুছে দিন। আমেনা বেগম।
জোসনা দাস উত্তর দৌলতদিয়া শামসু মাস্টারপাড়ার বাসিন্দা চিত্রো দাস ও সুফলা দাসের মেয়ে। তার স্বামী প্রয়াত শাহজাহান শেখ ছিলেন একজন মুসলিম। জোসনা দাসের ২ টি মেয়ে।
জানা গেছে, তিনি বুধবার বিকেলে রাজবাড়ির নোটারি পাবলিক অফিসে হলফনামার মাধ্যমে সনাতন হিন্দুধর্ম ত্যাগ করেন এবং ইসলাম গ্রহণ করেন। পরে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি স্থানীয় দৌলতদিয়া ঘাট রেলওয়ে জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফার কাছে পবিত্র কোরআন তিলাওয়াত করে সামাজিকভাবে ইসলাম গ্রহণ করেন। এ উপলক্ষে স্থানীয় উপাসকরা প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে।
জোসনা দাস (আমেনা) বলেন, ইসলামের অনুসারীদের সাথে দীর্ঘ সময় ধরে ইসলাম ধর্মের অনুসারীদের সঙ্গে চলাফেরা, উঠাবসা করার কারণে এবং টিভিতে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান দেখেও তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। এজন্য তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, আমার নাম এখন আমেনা বেগম। সারা জীবন আমি শান্তির ধর্ম ইসলামের নিয়ম ও নীতি অনুসরণ করার চেষ্টা করব।