স্বামী বিদেশ থেকে ঠিক মতো টাকা না পাঠানোয় প্রবাসীর স্ত্রী এ কেমন কান্ড !!
স্বামী বিদেশ থেকে ঠিক মতো টাকা না পাঠানোয় সন্তানদের সামনে নদীতে ঝাঁপ দিয়ে আফরোজা খানম (২৩) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুপুরে উপজেলার শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আফরোজা খানম গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সোনারগাতী গ্রামের প্রবাসী অলিউর জামানের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা থেকে দুই সন্তান নিয়ে সেতুর ওপর নামেন ওই নারী। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে তার মোবাইল ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন।
ওই সময় তার সন্তানদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরকার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেছি। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
আফরোজার ভাই মোহাম্মদ উল্লাহ জানান, তার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠাতেন না। এ নিয়ে তাদের মধ্যে কলহ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে এরই জেরে তার বোন আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দিয়েছেন।
টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নদীতে নিখোঁজ আফরোজা খানমের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি।