স্বামী রাতে কাজে গেলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ!
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাফি হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বামী কাজ করতে গেলে শনিবার রাতে রাফি ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে।
ঘটনার পর রাতে গৃহবধূ কালাই থানায় একটি মামলা করেন এবং পুলিশ অভিযুক্ত রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার রাফি জয়পুরহাটের কালাই পৌরসভার আওরা মহল্লার উত্তরপাড়ার নুরপাড়া ইসলামের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত ধর্ষক রাফি হোসেন ক্রমাগত মোবাইল ফোনে গৃহবধূকে ফোন করে আপত্তিকর কথা বলছিলেন। গৃহবধূর ফোন কলের কারণে স্বামীর পরিবার অশান্তিতে ছিল।
এদিকে গৃহবধূর স্বামী বগুড়ার নন্দীগ্রামে শ্রমিক হিসেবে কাজ করতে যান। এ উপলক্ষে ধর্ষক রাফি হোসেন শনিবার রাতের কোনো এক সময় গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। গৃহবধূর বাবা -মা তার প্রতিবেশীদের সাথে ঘটনা জানার পর, গৃহবধূ থানায় এসে ধর্ষক রাফি হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গৃহবধূ নিজে রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।