স্মৃতিসৌধের আদলে তৈরি হচ্ছে বাণিজ্যমেলার মূল গেট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী !!
নতুন বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে ২৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ-২০২০)। এবার মেলার টিকিটের দাম ধরা হয়েছে ৪০ টাকা, যা গতবার ছিল ৩০ টাকা। আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন মেলার বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ সম্পন্ন করতে দিনরাত চলছে কাজ। ইতোমধ্যে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এবার স্মৃতিসৌধের আদলে তৈরি করা হচ্ছে বাণিজ্যমেলার মূল গেট। এর সঙ্গে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।
এদিকে বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার মূল গেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ছোঁয়া থাকবে। এবারই প্রথম মেলার মূল গেট ও বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। গতবারের মতো এবারও মেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন থিম থাকবে।
এদিকে বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২৩টি দেশের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান অংশ নেবে। এরমধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, ভিয়েতনাম, মালদ্বীপ, জাপান, ইতালি, দুবাই, ডেনমার্ক, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল, ফিলিপিন, রাশিয়া, জার্মানি, তাইওয়ান ও হংকং।
এদিকে মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারও মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে।