হজ পালনেচ্ছুদের সৌদি আরবে আসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা !!

পবিত্র ওমরাহ হজ পালনেচ্ছুদের সৌদি আরবে আসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটি। পাশাপাশি মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী নতুন করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে, এমন দেশ থেকে কাউকে পর্যটন ভিসায় সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।এ ছাড়া বিবৃতিতে করোনাভাইরাস সংক্রমিত দেশগুলোতে ভ্রমণ না করতে সৌদি নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে শুরু হয় করোনাভাইরাসের প্রকোপ। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় ৪০টি দেশে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *