হঠাৎ ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার !!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে ইশরাক হোসেনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার ও বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন— আবু জাফর, এজাজ রহমান। এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। রাজধানীর বনানীতে তাবিথের নির্বাচনি অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রঃ বিডি২৪লাইভ