হঠাৎ নিজ হাতে নিজের মোবাইলে ছবি তুললেন প্রধানমন্ত্রী !!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ নেত্রী হলেও দিনশেষে তিনি একজন মানুষ। আনন্দ-হাসি-কান্না সবই ছুঁয়ে যায় তাঁকে। কিছুদিন আগে গণভবনের মাঠে তিনি নিজেই গণভবন পরিদর্শনে আসা শিশুদের সাথে খেলায় মেতে উঠেছিলেন।
এবার তিনি নিজ হাতে নিজের মোবাইলে ছবি তুললেন হেলিকপ্টার থেকে। শেখ হাসিনার সাহসী প্রকল্প পদ্মা সেতুর ছবি তুলেছেন তিনি নিজেই।সকল প্রতিকুলতাকে জয় করে স্বপ্নের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার আজ দৃশ্যমান।
সেই স্বপ্ন-পূরণের অভিযাত্রাকে হেলিকপ্টার থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তিনি এ ছবি তোলেন।