হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা !!
বাংলাদেশের উত্তর-পূর্বে ভারতের মণিপুর রাজ্যে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে ঢাকাও।সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে মণিপুরের কাচিং শহরের ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের সাড়ে ৬০ কিলোমিটার গভীরে।এ বিষয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ভূমিকম্পটির কারণে কেঁপে ওঠে পার্শ্ববর্তী রাজ্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরামও।
ওই ভূমিকম্পে ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলও কেঁপে উঠেছে বলে খবর মিলেছে। তবে মণিপুর বা বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।