হঠাৎ যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস !!
বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই রাজধানীসহ সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ ৮ মার্চ রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বয়ে যাচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা হ্রাসের কথা বলা হয়েছে। বর্ধিত পাঁচ দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।