হ’ত্যা’কান্ডের শি’কার সোলাইমানিকে নিয়ে সিনেমা বানাচ্ছে ইরান !!
যুক্তরাষ্ট্রের হ’ত্যা’কা’ন্ডের শি’কা’র ইরানের সেনাবাহিনীর আল কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। তার জীবনী নিয়ে বানানো হচ্ছে সিনেমা। ইরানের দ্য সাবা আর্ট অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে।
তেহরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার এ খবর দিয়েছে। কালচারাল সেন্টার ইতোমধ্যে ছবি নির্মাণের কাজ শুরু করেছে। তবে পুরো ছবিটিই হবে এনিমেটেড।
ইতোমধ্যে ছবির কিছু অংশ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে একটি স্থিরচিত্রও প্রকাশ করেছে তেহরান টাইমস। ছবিতে মার্কিন ড্রোন থেকে সোলাইমানির ওপর ক্ষে’প’ণাস্ত্র’ নি’ক্ষে’পের দৃ’শ্য তুলে ধরা হয়েছে।
পুরো ছবিতে কাসেম সোলাইমানির শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত জীবনী ফুটিয়ে তোলা হবে বলে খবরে জানানো হয়েছে।আন্তর্জাতিক রাজনীতি গবেষকরা বলছেন, কাসেম সোলাইমানি মৃ’ত্যু’র পর আরও শক্তিশালী হয়েছেন। বিভেদে জড়িয়ে পড়া ইরানিদের ঐ’ক্য’বদ্ধ করেছে তার মৃ’ত্যু।