হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে লাঞ্ছিত হলেন ভিপি নুর !!
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সভাপতি নুরুল হক নুর বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় তিনি হলটির প্রাধ্যক্ষ বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
আর এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে বিজয় একাত্তরের গণরুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গেলে মে-৩০০২ ক রুমে পালি ও বুদ্ধিস্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাদিকসহ বেশ কয়েকজন ধাক্কাধাক্কি ও গালাগাল করে। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করে।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি হয়েও হলে গিয়ে এমন অসৌজন্য আচরণ ও লাঞ্ছিত হওয়া খুবই দুঃখজনক।’
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।