হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাচ্ছে মোদি: মমতা !!
ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশব্যাপী অস্থিরতা তৈরি করতেই নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পাস করেছে নরেন্দ্র মোদি প্রশাসন।’
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে ভারতের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও উত্তাল রাজপথ। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ডাকা তিনদিনের রোডমার্চ কর্মসূচি সোমবার দুপুরে শুরু হয়। পরে মহাসমাবেশে কথা বলেন মমতা।
প্রথম দিন বিক্ষোভকারীরা কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পদযাত্রা করেন। এতে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলমান বিক্ষোভে সহিংসতা এড়াতে এরইমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা।
তাছাড়া আজ ১৬ ডিসেম্বর সোমবার রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গেই ইন্টারনেট সেবা বন্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, রোড মার্চের দ্বিতীয়দিন যাদবপুর বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত কর্মসূচি পালিত হবে। তৃতীয় দিন হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।