হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে লাভের রাস্তা বের করাই বিজেপির উদ্দেশ্য !!
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির উদ্দেশ্য হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গার মাধ্যমে লাভের রাস্তা বের করা। যদি আমার উপরে ভরসা থাকে তবে জেনে রাখুন ‘ক্যাব’ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে ওদের ক্যাব আর এনআরসি করতে হবে, তা না হলে করা যাবে না।
ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) যা পরবর্তীতে সংশোধিত নাগরিকত্ব আইনে পরিণত হয়েছে এবং জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় আজ (সোমবার) এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। খবর পার্স টুডের।
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘স্বাধীনতার এতবছর পরে আপনারা ঠিক করবেন কে নাগরিক, আর কে নাগরিক নয়? আমরা সবাই একসাথে আছি, কোনও ‘ক্যাব’ এখানে করতে দেবো না। এনআরসি করতে দেবো না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওঁরা বিজ্ঞপ্তি দিয়ে ভয় দেখালেও ভয় পাবেন না।’
তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এসে নিজেদেরকে আকাশের থেকেও বড় বলে মনে করছে! এরা ভাবে এই দেশে কেবল বিজেপি থাকবে আর সবাইকে তাড়ানো হবে। এটাই ওদের রাজনীতি।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ধর্ম যার যার আপনার, এই দেশটা সবার। ধর্ম যার যার আপনার, এই বাংলাটা সবার। ধর্ম যার যার আপনার, এই সংবিধানটা সবার। ধর্ম যার যার আপনার, এই মাটিটা সবার। ভারতের স্বাধীনতা যাঁরা নিয়ে এসেছিলেন, তাঁরা সংবিধান তৈরী করেছিলেন সবাইকে এক রাখার জন্য।’
যতক্ষণ না সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাবো বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।