হুন্দাই মোটরস বাজারে আনতে যাচ্ছে উড়ুক্কু ট্যাক্সি !!
ডিজিটাল পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার এবার আকাশপথে যাত্রী বহন করবে। এজন্য হুন্দাই মোটরস বানাচ্ছে উড়ুক্কু ট্যাক্সি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০ প্রযুক্তি প্রদর্শনীর এক সংবাদ সম্মেলনে হুন্দাই এ তথ্য জানিয়েছে।
চুক্তি অনুসারে এই যানগুলো তৈরির দায়িত্ব হুন্দাইয়ের ওপর। অন্যদিকে উবার আকাশপথ নির্ধারণ ও আকাশপথে রাইড ভাগাভাগির নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়ার কাজ করবে। তবে দুটি প্রতিষ্ঠানই যৌথভাবে উড়ুক্কু ট্যাক্সির উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশেষ অবকাঠামো নির্মাণে কাজ করবে।
উবার এলিভেট প্রকল্পের প্রধান এরিক অ্যালিসন বলেন, ‘হুন্দাই হলো বৈশ্বিক পর্যায়ে গাড়ি উৎপাদনে অভিজ্ঞ আমাদের প্রথম অংশীদার।’ অ্যারোস্পেস শিল্পে উবারের জন্য উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য উড়ুক্কু যান তৈরির ক্ষেত্রে হুন্দাইকেই উপযুক্ত প্রতিষ্ঠান বলেন তিনি।
ডিজিটাল পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার এবার আকাশপথে যাত্রী বহন করবে। এজন্য হুন্দাই মোটরস বানাচ্ছে উড়ুক্কু ট্যাক্সি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০ প্রযুক্তি প্রদর্শনীর এক সংবাদ সম্মেলনে হুন্দাই এ তথ্য জানিয়েছে।
চুক্তি অনুসারে এই যানগুলো তৈরির দায়িত্ব হুন্দাইয়ের ওপর। অন্যদিকে উবার আকাশপথ নির্ধারণ ও আকাশপথে রাইড ভাগাভাগির নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়ার কাজ করবে। তবে দুটি প্রতিষ্ঠানই যৌথভাবে উড়ুক্কু ট্যাক্সির উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশেষ অবকাঠামো নির্মাণে কাজ করবে।
উবার এলিভেট প্রকল্পের প্রধান এরিক অ্যালিসন বলেন, ‘হুন্দাই হলো বৈশ্বিক পর্যায়ে গাড়ি উৎপাদনে অভিজ্ঞ আমাদের প্রথম অংশীদার।’ অ্যারোস্পেস শিল্পে উবারের জন্য উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য উড়ুক্কু যান তৈরির ক্ষেত্রে হুন্দাইকেই উপযুক্ত প্রতিষ্ঠান বলেন তিনি।
প্রতিষ্ঠানটি ‘এসএ-ওয়ান’ নামের একটি ৪ আসনের উড়ুক্কু যানের মডেল সামনে এনেছে। এই যান মাটি থেকে প্রায় ২ হাজার ফুট ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল গতিতে ছুটতে পারবে। সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি টানা সর্বোচ্চ ৬০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে।
প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৫ থেকে ৭ মিনিটেই এর ব্যাটারি চার্জ হবে। এই উড়ুক্কু ট্যাক্সি চালনার জন্য একজন পাইলট থাকবে এবং এতে হেলিকপ্টারের মতো বড় পাখার বদলে আকারে ছোট রোটর ব্যবহৃত হবে।
প্রতিষ্ঠানটি ‘এসএ-ওয়ান’ নামের একটি ৪ আসনের উড়ুক্কু যানের মডেল সামনে এনেছে। এই যান মাটি থেকে প্রায় ২ হাজার ফুট ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল গতিতে ছুটতে পারবে। সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি টানা সর্বোচ্চ ৬০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে।
প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৫ থেকে ৭ মিনিটেই এর ব্যাটারি চার্জ হবে। এই উড়ুক্কু ট্যাক্সি চালনার জন্য একজন পাইলট থাকবে এবং এতে হেলিকপ্টারের মতো বড় পাখার বদলে আকারে ছোট রোটর ব্যবহৃত হবে।