হেফাজতের ৫০০ জনের বি’রুদ্ধে মা’মলা !!
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়ে পরেন হেফাজতে ইসলামসহ সমমনা ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বি’রুদ্ধে মা’মলা দায়ের করেছেন। রবিবার (২৮ মার্চ) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সং’ঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মা’মলা করেছে। মা’মলা নম্বর ৫৭। এই মা’মলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সং’ঘর্ষ শুরু হয়। সং’ঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সং’ঘর্ষ চলে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সং’ঘর্ষ শুরু হয়। সং’ঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। একই দিন দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে সং’ঘর্ষে চারজন নিহত হন।এছাড়া শনিবার (২৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভকারীদের সং’ঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৩ জন।
সূত্র- বিডি২৪লাইভ