হেলিকপ্টারে করে ঢাকায় আনা হলো করোনা আ’ক্রান্ত চিকিৎসককে !!
মারণ ভা’ইরাস করোনায় আ’ক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে তিনি ঢাকায় আসেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভা’ইরাসে আ’ক্রান্ত ওই চিকিৎসককে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তার সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।