১১ বছর ধরে স্বামীর মৃ’তদেহ ফ্রিজে লুকিয়ে রাখলেন স্ত্রী, এরপর…
এরকম ঘটনাকেই বলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়া। এক ৭৫ বছর বয়সী বৃদ্ধা একা একা থাকতেন নিজের এপার্টমেন্টে। সমাজকর্মীরা নিয়মিত খোঁজ নিতেন তার, হঠাৎ দুই সপ্তাহ ধরে বৃদ্ধা যোগাযোগ না করায় সমাজকর্মীরা বৃদ্ধার বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।
ঘটনা মাত্র শুরু। বৃদ্ধার মরদেহ পাবার পর সারা বাড়িতে তল্লাশি নেয়া হয়। এসময় বাড়ির ডিপ ফ্রিজে আস্ত অবস্থায় বৃদ্ধার ৬৯ বছর বয়সী স্বামীর মৃতদেহ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, সর্বনিম্ন দেড় বছর বা সর্বোচ্চ ১১ বছর ধরে মৃতদেহটি ডিপফ্রিজে পড়ে আছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে ইউটা রাজ্যে।