১২০ কেজির বাঘাইড় উঠল জালে, যত টাকায় বিক্রি হলো মাছটি !!
তকদির বা ভাগ্যে বিশ্বাস ইসলামের প্রাথমিক গুন। কার ভাগ্য কখন পরিবর্তন হয়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেনা।
নতুন খবর হচ্ছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানিতে যমুনা নদীতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে ১২০ কেজি ওজনের মাছটি।
পরে স্থানীয় পাইকার ও মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। এতেই ভাগ্যর চাকা খুলে গেল জেলের।