১৫-২০ দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে!
আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। সামার এবং আমদানি করা পেঁয়াজ আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজারে আসবে। এরপর দাম কমতে থাকবে বলে জানান কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে পেঁয়াজ চাষ করা হয়েছিল, এত দিন পেঁয়াজ নেই। পেঁয়াজ চাষীরা সবকিছু বিক্রি করে। পেঁয়াজ পচনশীল এবং মজুদ রাখার ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়।
রোববার (১০ অক্টোবর) গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে দুটি গবেষণাগার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কৃষি পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গত এক বছরে আমাদের কৃষি রপ্তানি অনেক বেড়েছে।